রক্তে কোলেস্টেরল:
হূৎপিণ্ডের নিজস্ব রক্তসঞ্চালনকারী ধমনির নাম করোনারি ধমনি। চর্বি জমে এই ধমনিগুলো সরু হয়ে যায়, ফলে হূৎপিণ্ডের মাংসপেশিগুলো পর্যাপ্ত রক্তপ্রবাহ পায় না। এই অবস্থাকে বলে করোনারি ধমনির রোগ। হূৎপিণ্ডের রক্ত সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাক্সন হয়। রক্তে কোলেস্টেরল বেশি থাকলে, রক্তচাপ বেশি থাকলে, ডায়াবেটিস থাকলে, অলস জীবন কাটালে করোনারি ধমনির রোগ হয়।রক্তে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ ১০০ মিলিগ্রাম/ডিএলএর কম এবং এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ ৪০ মিলিগ্রাম/ডিএলএর বেশি থাকলে সবচেয়ে ভালো। ৪০ বছরের বেশি বয়সী সবারই রক্তের কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা করা উচিত।
মোহাম্মদ হায়দার আলী
অধ্যাপক মেডিসিন বিভাগ এবং বিভাগীয় প্রধান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরা
রক্তে কোলেস্টেরল
অধ্যাপক মেডিসিন বিভাগ এবং বিভাগীয় প্রধান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরা
রক্তে কোলেস্টেরল
No comments:
Post a Comment