mahabubalkiran1's Profile Pictures album on Photobucket

Tuesday, 28 May 2013

গর্ভকালীন চুলকানি


গর্ভকালীন চুলকানি


গর্ভাবস্থায় মায়েদের শরীরে এক ধরনের চুলকানির সমস্যা হয়। বিশেষ করে গর্ভকালীন সময়ের শেষ তিন মাসে এই চুলকানি অনেক বেড়ে যেতে পারে। সাধারণত হাতে এবং পায়ের তালুতে এই চুলকানি হয়। গর্ভকালীন এই চুলকানি উপেক্ষা করার মত নয়। এর কারণে মায়ের এবং অনাগত শিশুরও সমস্যা হতে পারে। গর্ভকালীন সময়ে একবার চুলকানির ইতিহাস থাকলে পরবর্তী গর্ভাবস্থায়ও এই চুলকানি দেখা দিতে পারে।
এই সমস্যার যথোপযুক্ত চিকিৎসা আছে এবং সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
অধ্যাপক টি এ চৌধুরী, স্ত্রীরোগ ও ধাত্রি বিদ্যা, বারডেম

No comments:

Post a Comment